Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ভূমিকা

কালের স্বাক্ষী বহনকারী সুগন্ধার তীরে গড়ে উঠা নলছিটি উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো কুশংগল ইউনিয়ন । কাল পরিক্রমায় কুশংগল ইউনিয়ন শিক্ষা, কৃষি, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

এ দেশে বৃটিশদের আগমনের পূর্বেই স্থানীয়ভাবে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পঞ্চায়েত প্রথা প্রচলন ছিল। তখন হতেই এই ইউনিয়নটির অস্তিত্ব বিদ্যমান। বৃটিশ সরকার ১৮৮৫ সনে ইউনিয়ন কমিটি গঠন আইন জারী করেন। এ আইনে স্থানীয়ভাবে ইউনিয়ন কমিটির সদস্যগণ নির্বাচিত হতেন, ইউনিয়ন কমিটির প্রধান থাকতেন পঞ্চায়েত প্রধান। ১৯১৯ সনে বঙ্গীয় পল্লী স্বায়ত্ত্ব শাসন আইনে ইউনিয়ন কমিটির পরিবর্তে ইউনিয়ন বোর্ড গঠন করা হয়। বোর্ডের প্রধান ছিলেন প্রেসিডেন্ট। তখন এই ইউনিয়নে প্রেসিডেন্ট ছিলেন এমরান আলী খান ও গহর উদ্দিন হাওলাদার। ১৯৫৯ সনে মৌলিক গণতন্ত্র আদেশে ইউনিয়ন বোর্ডকে ইউনিয়ন কাউন্সিলে রূপান্তর করা হয় এবং কাউন্সিলের প্রধানকে চেয়ারম্যান পদে অলংকৃত করা হয়। ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৭নং আদেশ বলে ইউনিয়ন কাউন্সিলকে ইউনিয়ন পঞ্চায়েত করা হয় এবং একজন প্রশাসক নিয়োগ করা হয়। ১৯৭৩ সালে রাষ্ট্রপতির ০২নং আদেশ দ্বারা স্বাধীন বাংলাদেশে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়।

১৯৮৩ সনে ইউনিয়ন পরিষদকে ব্যাপক ক্ষমতা দিয়ে, সরকার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারী করেন। যা বিভিন্ন সময় সংশোধন করে ইউনিয়ন পরিষদকে ক্ষমতায়নের জন্য সরকার সচেষ্ট আছেন।